creativesoftbdf

রামেক করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু



রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।  

তিনি জানান, করোনা ইউনিটে মৃতদের মধ্যে তিনজন করোনা পজেটিভ রোগী ছিলেন। দু'জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর দ ‘জন, চাঁপাইনবাবগঞ্জের দু’জন ও নওগাঁর একজন রোগী ছিলেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এনিয়ে হাসপাতালের ২৮৬ করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৪০ জন। এর আগের দিন রাজশাহীর দু’টি আরটি পিসিআর ল্যাবে জেলার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা। এর মধ্যে ৬০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। রাজশাহীতে বর্তমানে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.